এক নজরে

“নব-জাগরণ ফ্রেন্ডস ক্লাব” একটি অরাজনৈতিক সংগঠন। মাদারগঞ্জে জীবন্ত এক ক্লাব, নব-জাগরণ ফ্রেন্ডস ক্লাব ৷ খেলাধুলা ও সামাজিক উন্নয়ন কাজে সর্বদা প্রস্তুত ৷ নব-জাগরণ ফ্রেন্ডস ক্লাব কিভাবে পরিবেশ, সমাজ সুন্দর ও উন্নয়ন করা যায় সে লক্ষ্যে কাজ করে থাকেন। আশা করি আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ৷ নিশ্চিন্তপুর ও কাতলামারী গ্রামের সকল অভিভাবক ও জন সাধারন আমাদের যেভাবে সহযোগিতা করেন আশা করি সর্বদা বজায় থাকবে। আমাদের উদ্দ্যেশ্য সামাজিক ন্যায়বিচার সমবেত একটি পৃথিবীর স্বপ্ন দেখা। যেখানে মানুষ মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সমাজের অনগ্রসর শ্রেণীকে বিশেষভাবে চরম দরিদ্র, গৃহহীন ও অনাথ শিশুদেরকে খাদ্য,বস্র,বাসস্থান, শিক্ষা, সরবরাহের মাধ্যমে তাদের জাতির জন্য সম্পদে পরিণত করা আমাদের প্রধান লক্ষ্য। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক উন্নয়নমুলক সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন স্কুল/কলেজের ছাত্র, এলাকার তরুণ ও যুবক সদস্যদের নিয়ে গঠিত। সর্বদায় সকল শ্রেণীর মানুষদের সকল ধরনের উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকেন।

আমাদের কার্যক্রম সমূহ

শীতবস্ত্র বিতরণ

খাদ্য সহায়তা

বনায়ন কর্মসূচি

খেলাধুলা

সংগঠনের নিয়ম নীতি

নিয়ম নীতি যা অবশ্যই মেনে চলতে হবে।
০১। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
০২। সংগঠনের সদস্য হতে হলে অবশ্যই জামালপুর জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
০৩। প্রতি মাসে নির্ধারিত চাদার পরিমান থাকবে, যা অবশ্যই মাসের চাদা মাসেই পরিশোধ করতে হবে।
০৪। প্রতি মাসের চাদা ০১-১০ তারিখের মদ্ধে দায়িত্ব প্রাপ্ত সদস্যের নিকট জমা দিতে হবে।
০৫। একটানা ০৩ (তিন) মাস চাদা পরিশোধ করতে ব্যার্থ হলে কোন প্রকার নোটিশ ছাড়াই তাহার সদস্যপদ বাতিল বলে গন্য হবে।
০৬। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টম সরকারদের জন্য কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে।
০৭। সেচ্ছায় রক্ত দান ও অসহায় অসুস্থ কাস্টমস সরকারদের চিকিৎসার ব্যাবস্থা করা।
০৮। প্রতিটা কাস্টমস সরকারদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও সু-সম্পর্ক অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।
০৯। রমজান মাসে কাস্টমস সরকারদের নিয়ে ইফতার পার্টি আয়োজন করা।
১০। যে কোন সেবামূলক কাজে কাস্টমস সরকারদের উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা।
১১। দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া।
১২। ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট, পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
১৩। সংঠনের নিয়ম নীতি অমান্য করার কারনে সদস্যপদ বাতিল হওয়া সদস্য কোন প্রকার জমাকৃত টাকা বা লভ্যাংশ ফেরত পাবে না।
১৪। পরপর ০৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে সদস্যপদ বাতিল বলিয়া গন্য হবে।
১৫। তবে হ্যা, জরুরী প্রয়োজনে আওতার বাহিরে থাকলে প্রমান স্বরুপ তাহার জন্য কলাম ১৪ (চৌদ্দ) শিথীল যোগ্য। যদি সম্ভব হয় ভিডিও কনফারেন্সে উপস্থিত হতে হবে।
১৬। সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করতে হবে, অবশ্যই সভাপতি,সাধারণ সম্পাদকদের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে।
১৭। সংগঠনকে গতিশীল রাখার জন্য প্রত্যেকে সদস্যকে স্বেচ্ছায় অংশ গ্রহন করতে হবে।
১৮। সকল সদস্য পরিচ্ছন্ন মনের ও সমমনা হয়ে সংগঠনের আদর্শ ও কর্মসুচির সাথে সম্মিলিতভাবে একমত পোষন করতে হবে, যাতে ভবিষ্যতে সংঠনের কোনরুপ প্রতিকূল পরিবেশ সৃষ্টি না হয়।
১৯। সংগঠনের সব ধরনের সুযোগ – সুবিধা, সুবিধা-অসুবিধা, অনূকুল ও প্রতিকূল যে কোন আইনি বাধা বিপত্তি ও ক্রিয়াকলাপ সহ সমুদয় দায়ভার ও ঝুকি সকল সদস্য সমভাবে বহন করতে বাধ্য থাকিবে।
২০। সংগঠনের স্বার্থের পরিপন্থি কোন কাজে লিপ্ত হইলে তাহার সদস্যপদ বাতিল বলে গন্য হবে।
২১। কোন সাধারণ সদস্যর মস্তিস্ক বিকৃতি ঘটিলে অথবা দেউলিয়া হইলে সদস্য পদ বাতিল বলে গন্য হবে।  
২২। আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইয়া সাজাপ্রাপ্ত হইলে সদস্য পদ বাতিল বলে গন্য হবে।
২৩। সংগঠনের গঠনতন্ত্রের বিধি বিধান মানিয়া না চলিলে অথবা দলাদলি ও বিশৃংখলা সৃষ্টি করিলে প্রমান স্বাপেক্ষে তাহার সদস্য পদ বাতিল বলে গন্য হবে।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য

(০১) “নব-জাগরণ ফ্রেন্ডস ক্লাব” এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।

(০২) এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে।

(০৩) গরীবদের মাঝে শীতবস্র প্রদান করা।

(০৪) সেচ্ছায় রক্ত দান ও অসহায়দের চিকিৎসার ব্যাবস্থা করা।

(০৫) এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।

(০৬) রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।

(০৭) “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।

(০৮) সামাজিক সংগঠনের  প্রতিটি সদস্যকে কাজের মাধ্যমে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাসেবী হয়ে ওঠার লক্ষ্যে ক্ষমতায়িত করা।

(০৯) এলাকার মাদকাসক্ত,জুয়াড়ি,বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার  জন্য উৎসাহ প্রদান করা।

(১০) মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা।

(১১) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন ও সাংস্কৃতিক কর্মসূচীর ব্যবস্থা করা।

(১২)  যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা।

(১৩) দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া।

(১৪) ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

ফটো গ্যলারি

ভিডিও গ্যলারি

আমাদের মিশন এবং ভিশন

আমাদের মিশন এবং ভিশন হলো, মানুষদের জন্য একটি প্রগতিশীল, সমৃদ্ধ এবং সমন্বিত সমাজ গড়ে তোলা। আমরা একটি সক্ষম, আদান-প্রদান ও উন্নয়নশীল সমাজ গঠনের পথে অগ্রসর হতে চাই।